নিউ ইয়র্কে মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রবাসীদের প্রাতরাশ

বিজয়ের মাস উপলক্ষ্যে নিউ ইয়র্কে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ‘প্রাতরাশ অনুষ্ঠান’ করেছেন সেখানকার প্রবাসীরা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2019, 07:21 AM
Updated : 4 Dec 2019, 07:21 AM

রোববার নিউ ইয়র্কে ব্রঙ্কসের আল আকসা মিলনায়তনে এ আয়োজন করে প্রবাসী সেবামূলক সংগঠন ‘মজুমদার ফাউন্ডেশন’।

এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এন মজুমদার।

বক্তব্য দিচ্ছেন মোহাম্মদ এন মজুমদার

তিনি বলেন, “এটা আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার যে, যাদের কারণে লাল-সবুজের পতাকা অর্জিত হয় এবং সেই পতাকার আদলে তৈরি পাসপোর্টে সাত সমুদ্র তেরনদী পাড়ি দিয়ে আমেরিকায় আসতে সক্ষম হয়েছি, সেই বীর যোদ্ধাদের সান্নিধ্যে দিনটি শুরু হলো।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ।

তিনি বলেন, “বিজয়ের মাসে এই কমিউনিটিতে অনেক কিছুই ঘটছে। তবে প্রাতরাশের এ আয়োজন এবারই প্রথম ঘটলো। এর মধ্য দিয়ে বিজয়ের মাসের শুভ সূচনা ঘটলো। এভাবে পুরো কমিউনিটিকে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে জড়িয়ে রাখতে হবে।”

বক্তব্য দিচ্ছেন রাশেদ আহমেদ

মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মজিবর রহমান, গোলাম মোস্তফা খন্দকার, সৈয়দ এ মতিন, আবু কায়সার চিশতী, আব্দুল মজিদ, রফিকুল ইসলাম, মাজহার আহমেদ, আবুল মনসুর, মোস্তফা আহমেদ ভূইয়া, এ সালাম, রবিন্দ্র গোপ, মুন্সি বসীর ও রাশেদ আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালেহ আহমেদ, আব্দুর রহিম বাদশা ও নূরে আলম জিকো।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!