সৌদিতে এনআরবি সম্মেলন অনুষ্ঠিত

সৌদি আরবের রিয়াদে ‘নন রেসিডেন্ট বাংলাদেশি’ (এনআরবি) নামে পরিচিত  বৈধ বাংলাদেশিদের সঙ্গে ‘সম্পর্ক উন্নয়ন বিষয়ক সম্মেলন’ করেছে বাংলাদেশ দূতাবাস।

শেখ লিয়াকত আহম্মেদ, সৌদি আরব থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2019, 06:55 AM
Updated : 29 Nov 2019, 10:00 AM

বুধবার স্থানীয় সময় বিকেলে দূতাবাস অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত গোলাম মসিহ।

আরও উপস্থিত ছিলেন ইআরডি সচিব আবদুর রউফ তালুকদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ, প্রবাসীকল্যাণ সচিব মো. সেলিম রেজা, পরিকল্পনা কমিশনের সদস্য শাহীন আহমেদ চৌধুরী, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শামসুল আলম। শাহজান চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন দূতাবাসের ইকোনমিক মিনিস্টার মো. আবুল হাসান।

প্রবাসীদের দুই-তৃতীয়াংশ অদক্ষ কর্মী আর এক তৃতীয়াংশ দক্ষ কর্মী বলে জানান বক্তারা।

রাশেদ আল কারিম সজিবের রচনা ও সারোয়ার জাহান সিদ্দিকীর নির্দেশনায় ‘রেমিট্যান্স যোদ্ধা’ নাটকটি মঞ্চায়ন করে ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!