ভেনিসে বাংলা স্কুলে বাঙালিদের পিঠা উৎসব

নানা আয়োজনের মধ্য দিয়ে ইতালির ভেনিস বাংলা স্কুলে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সাইফুল ইসলাম মুন্সী, ইতালি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2019, 08:10 AM
Updated : 26 Nov 2019, 08:10 AM

রোববার সন্ধ্যায় স্কুলের একটি হলরুমে শিক্ষার্থীদের নিজ দেশের শীতকালীন পিঠার সঙ্গে পরিচিত করানোর জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানায় স্কুল কর্তৃপক্ষ।

এসময় স্কুলের শিক্ষিকা আর শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠানে স্থান পেয়েছে ভাপাপিঠা, পুলি পিঠা ও সামুচা পিঠাসহ বাহারি ধরনের ঐতিহ্যবাহী পিঠা।

স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার বলেন, “পিঠা উৎসব বাঙালিদের একটি ঐতিহ্যবাহী উৎসব। হেমন্তের শেষে সবার ঘরে যখন নতুন ধানের পিঠা বানানো হয় তখন আমরা অনেক দূরে থেকেও নিজ দেশের এ উৎসবের সঙ্গে সম্পৃক্ত হই। এসব অনুষ্ঠানের মাধ্যমে এদেশে বেড়ে ওঠা প্রবাসী সন্তানরা নিজ দেশের উৎসব সম্পর্কে জানতে পারে।”
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!