কুয়েতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস

কুয়েতে সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে দেশটিতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট (বিএমসি)।

আ হ জুবেদ, কুয়েত থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2019, 07:16 AM
Updated : 23 Nov 2019, 07:16 AM

বৃহস্পতিবার দেশটির সুবহান সেনানিবাসের বিএমসি সদর দপ্তর প্রাঙ্গণে এতে কুচকাওয়াজ ও ব্যান্ড প্রদর্শনী করেন তারা।

উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম ও কুয়েত সশস্ত্র বাহিনীর অ্যাসিসটেন্ট চিফ অব স্টাফ (সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস ডিপার্টমেন্ট) মেজর জেনারেল আলী এ আল শানাফা।

অনুষ্ঠানের শুরুতে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন কমান্ডার বিএমসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল মজিদ।

১৯৭১ সাল থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ১৯৯১ সাল থেকে বিএমসি এর ক্রমধারার উপর একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রকাশ করা হয় বিএমসি ম্যাগাজিন-২০১৯।