যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পুলিশ সদস্যদের সম্মাননা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পুলিশ সদস্যদের সম্মাননা দিয়েছে নিউ ইয়র্ক পুলিশ বাহিনীতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সংগঠন ‘বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2019, 10:00 AM
Updated : 16 Nov 2019, 10:00 AM

শুক্রবার রাতে নিউ ইয়র্কের কুইন্সে দ্য মিকেলি ইলাজিয়ো অডিটরিয়ামে ‘পঞ্চম বার্ষিকী অ্যাওয়ার্ড ডিনার’ শিরোনামে এটি অনুষ্ঠিত হয়।

নিউ ইয়র্ক পুলিশে বাংলাদেশি কর্মকর্তারা

এতে শুভেচ্ছা বক্তব্য দেন নিউ ইয়র্ক পুলিশের প্রধান টেরেঞ্চ মনাহেন, ব্রুকলিন বরো প্রেসিডেন্ট এরিক এডাম ও নিউ ইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের ফার্স্ট সেক্রেটারি শামীম হোসেন।

অনুষ্ঠানে কমিউনিটি সেবায় সম্মাননা পান মোহাম্মদ এন মজুমদার। এছাড়া বছরের ‘সেরা পুলিশ অফিসার’ সম্মাননা পান সার্জেন্ট মাহবুবুর খান, ‘সিভিলিয়ান অব দ্য ইয়ার’ সম্মাননা পান কায়সার মঞ্জুর এবং ‘এওয়াইপিডি সেরা নারী অফিসার’ সম্মাননা পান লরি পোলক।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য এ কে এম আলম, এরশাদুর সিদ্দিক, মাসুদ রহমান, মেহেদী মামুন, মো. হালিম, রাশিকুর মালিক, সরদার মামুন, মাহবুবুর জুয়েল, আব্দুল্লাহ খন্দকার, মোহাম্মদ মকিজ, সাঈদ আলী, মহিউদ্দিন আহমেদ, হাসান আহমেদ, রাজুব ভৌমিক, হাসী আকতার ও সোনিয়া বড়ুয়া। গান শোনান শাহ মাহবুব।

অনুষ্ঠানে আয়োজক সংগঠনটির নির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

এরা হলেন- প্রেসিডেন্ট সুজাত খান, জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট তারাকুর চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রহমান, জেনারেল সেক্রেটারি হুমায়ূন কবীর, কোষাধ্যক্ষ এমডি রহমান, কো ট্রেজারার সাখাওয়াত হাফিজ, ইভেন্ট কো অর্ডিনেটর করম চৌধুরী, সার্জেন্ট অ্যাট আর্মস ফুয়াদ হুসাইন, মিডিয়া লিঁয়াজো জামিল সারোয়ার, কমিউনিটি লিঁয়াজো শেখ আহমেদ ও করেসপন্ডিং সেক্রেটারি মো. চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ও যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা লাবলু আনসার, রিপাবলিকান পার্টির নেতা গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, শিক্ষা সম্পাদক আহসান হাবিব, মজুমদার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, ডেমক্র্যাটিক পার্টির সংগঠক ফাহাদ সোলায়মান, সাংস্কৃতিক সংগঠক ফরিদা ইয়াসমীন, সমাজ সংগঠক আফিস বারি টুটুল, মুনমুন এইচ বারি, অ্যাটর্নি পেরি ডি সিলভার, এমআইটি ডিজিটাল ট্র্যান্সফরমেশনের ভাইস প্রেসিডেন্ট আব্দুল আলিম, শাহনেওয়াজ ও রব চৌধুরী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!