সিঙ্গাপুরে চলছে ‘বাংলাদেশি রসনা উৎসব’

সিঙ্গাপুরে সপ্তাহব্যাপী ‘বাংলাদেশি রসনা উৎসব’ আয়োজন করেছে দেশটিতে বাংলাদেশ হাই কমিশন।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2019, 09:42 AM
Updated : 14 Nov 2019, 09:42 AM

সোমবার দেশটির মান্দারিন অরচার্ড হোটেলের ট্রিপল থ্রি রেস্টুরেন্টে এতে সিঙ্গাপুরের অধিবাসী, বিদেশি কূটনীতিক ও প্রবাসীরা অংশ নেন। উৎসব চলবে বুধবার পর্যন্ত।

বাংলাদেশ হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ উৎসব উদ্বোধন করেন হাই কমিশনার মো. মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মীসহ প্রায় ৬০ জন অতিথি উপস্থিত ছিলেন।

হাই কমিশনার বলেন, “বাংলাদেশ ও সিঙ্গাপুরের জনগণের সম্পর্ক বাড়াতে হাই কমিশনের পক্ষ থেকে এই প্রয়াস। ভাষার ভিন্নতা থাকলেও খাবারের স্বাদ ও সঙ্গীতের মূর্ছনা হৃদয়ঙ্গম করে ভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া সম্ভব।”

রসনা উৎসবে রান্না করেন বাংলাদেশি রন্ধনশিল্পী হাবিবুর রহমান ও তার দুজন সহযোগী। রেস্টুরেন্টের কর্মচারীরা বাংলাদেশি পোশাকে পরে অতিথিদের খাবার পরিবেশন করেন।

রেস্টুরেন্টের প্রবেশপথে বাংলাদেশি হস্তশিল্প, কারুপণ্য ও ঐতিহ্যবাহী উপাদান দিয়ে সাজানো হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!