সিঙ্গাপুরে শুরু হচ্ছে অভিবাসী কবিতা প্রতিযোগিতা

সিঙ্গাপুরে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে শুরু হচ্ছে কবিতা প্রতিযোগিতা।

শরীফ উদ্দিন, সিঙ্গাপুর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2019, 11:35 AM
Updated : 7 Nov 2019, 11:35 AM

আগামী রোববার বিকেলে দেশটির ফুনান মলে ‘মাইগ্র্যান্ট পোয়েট্রি কম্পিটিশন ২০১৯’ শিরোনামে এটি তাদের ষষ্ঠ আসর।

এর আয়োজক শিভাজি দাস জানান, এবারের প্রতিযোগিতায় ২০ প্রতিযোগীর সঙ্গে লড়বেন বাংলাদেশি ৪ তরুণ লেখক, তারা বেশ কয়েক বছর ধরে সিঙ্গাপুরে বাংলা সাহিত্যচর্চা করছেন।

তারা হলেন- কবি ও আবৃত্তিশিল্পী রিপন চৌধুরী, কথাসাহিত্যিক ওমর ফারুকী শিপন, কবি সাইফ তমাল ও কবি শাহ মিনহাজ।

শিভাজি জানান, এবারের আয়োজনে প্রথম পর্বে সাতটি দেশের মোট একশ দুইজন কবি ও লেখক অংশ নেবেন। প্রাথমিক বাছাই পর্বে বিশজন চূড়ান্ত পর্বের জন্য মনোনিত হন।

বিভিন্ন দেশ থেকে আসা ছয়জন বিচারকের উপস্থিতিতে সেরা তিনজনকে বাছাই করা হবে। এ অনুষ্ঠানকে সামনে রেখে সিঙ্গাপুর সাহিত্য অঙ্গনে চলছে আলোচনা।

‘মাইগ্র্যান্ট পোয়েট্রি কম্পিটিশন সিঙ্গাপুর’ প্রথম অনুষ্ঠিত হয় ২০১৪ সালে। পরবর্তীতে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতেও এটি আয়োজিত হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!