কুয়েতে প্রবাসী শ্রমিক ঐক্য পরিষদের অভিষেক

কুয়েতে প্রবাসীদের নতুন সঙ্গঠন ‘প্রবাসী শ্রমিক ঐক্য পরিষদ’ এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

আ হ জুবেদ, কুয়েত থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2019, 08:44 AM
Updated : 1 Nov 2019, 08:44 AM

মোহাম্মদ বাবুল মিয়াকে সভাপতি ও মীর মোনাছেফকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন তারা।

বৃহস্পতিবার দেশটির বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া এলাকার শের-ই বাংলা রেস্তোরাঁয় সঙ্গঠনটির নতুন কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সঙ্গঠনটির সাধারণ সম্পাদক মীর মোনাছেফ ও আমিনুল ইসলাম সাইদুলের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আয়োজক সঙ্গঠনের সভাপতি মো. বাবুল মিয়া।

প্রধান অতিথি ছিলেন ‘শের-ই বাংলা স্মৃতি পরিষদ, কুয়েত শাখা’ ও আয়োজক সঙ্গঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নাসির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন ‘বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ’ কুয়েতের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হুসেন মৃধা, আয়োজক সঙ্গঠনের উপদেষ্টা কোরবান আলী, আরিফ সাহিন মৃধা, শেখ গিয়াস উদ্দিন ও জাহাঙ্গীর হুসেন লাল।

বক্তব্য দেন আব্দুস সাত্তার তালুকদার, ইদ্রিছ খান, আল মামুন, দেলোয়ার হুসেন ও ফরিদ উদ্দিন।

বক্তারা কুয়েত প্রবাসী শ্রমিকদের অধিকার, সমস্যা এবং এ থেকে উত্তরণ নিয়ে আলোচনা করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!