সিডনিতে চট্টগ্রাম সমিতির মেজবান

সিডনিতে ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করেছে প্রবাসী সঙ্গঠন ‘বৃহত্তর চট্টগ্রাম সমিতি’।

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2019, 07:28 AM
Updated : 31 Oct 2019, 07:28 AM

রোববার সিডনির লিভারপুলে উইটলেম লেসার সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আলম, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন ইফতু, সঙ্গঠনের প্রধান পৃষ্টপোষক হাসান মাহমুদ চৌধুরী, মনোয়ার হোসেন, রন্ধনশিল্পী আবুল হোসেন ও কণ্ঠশিল্পী তপন চৌধুরী।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “চট্টগ্রামের মেজবান একটি লৌকিক, আন্তরিকতা ও আনুষ্ঠানিকতার বিষয়। চট্টগ্রামের ঐতিহ্য এ মেজবানকে শুধু খাওয়া-দাওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের কল্যাণে আরও কাজ করতে হবে।”

হাসান মাহমুদ চৌধুরী বলেন, “এ আয়োজনে চট্টগ্রামের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষেরও সমাগম হয়েছে। তারা চট্টগ্রামের স্বাদ, রন্ধন প্রক্রিয়াসহ নানা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে পারায় আমরা আনন্দিত।”

আয়োজকরা জানান, প্রায় দুই হাজার অতিথির আপ্যায়নে ২০ জনের রন্ধনশিল্পী দলের নেতৃত্ব দেন বাবুর্চি আবুল হোসেন।

মিলনমেলায় ঐতিহ্যবাহী খাবার মেজবানি মাংস, পায়া ও ছোলা বুট দিয়ে মাংস, চায়ের সঙ্গে চট্টগ্রামের বেলা বিস্কুট ও মিষ্টি পান, শিশুদের খেলাধুলা, গান, ফেইস পেইন্টিংসহ ছিল নানা কর্মসূচি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!