উদীচী কানাডা সংসদের তৃতীয় লোক উৎসব

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তৃতীয় লোক উৎসব ২০১৯’।

অখিল সাহা, টরন্টো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2019, 05:51 AM
Updated : 30 Oct 2019, 05:51 AM

‘ফিরে চল মাটির টানে’ শ্লোগান নিয়ে আগামী ৯ নভেম্বর বিকেলে কানাডার কিংস্টন ও ব্রাইমলি ইন্টারসেকশনে ১০০ ব্রাইমলি রোড সাউথে ব্লেসড কার্ডিনাল নিউম্যান কাথলিক হাই স্কুলে এটি অনুষ্ঠিত হবে জানান আয়োজকরা।

সঙ্গঠনের সভাপতি সুভাষ দাশ ও সাধারণ সম্পাদক মিনারা বেগম জানান, উৎসবে অংশ নেবেন লোকসঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শিল্পী সারাহ বিল্লাহ। লোকসঙ্গীত পরিবেশন করবে উত্তর আমেরিকার আদিবাসী লোকসঙ্গীত শিল্পীদের একটি দল।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে উদীচীর শিশু-কিশোর ও শিল্পীদের পরিবেশনায় লোকসঙ্গীত ও লোকনৃত্য।

স্টল বরাদ্দ ও অন্যান্য সেবার জন্য সভাপতি সুভাষ দাশ ৬৪৭ ৯৬৫ ৪৭৪৭ ও সাধারণ সম্পাদক মিনারা বেগম ৪১৬ ৮৫৬ ১২৪০ এর সঙ্গে যোগযোগ করার জন্য আহ্বান জানিয়েছে সঙ্গঠনটি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!