আবরার হত্যার প্রতিবাদে চীনে মানববন্ধন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে চীনে মানববন্ধন করেছে ‘বাংলাদেশি ছাত্র পরিষদ’।

ছাইয়েদুল ইসলাম, চীন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2019, 08:05 AM
Updated : 18 Oct 2019, 08:05 AM

১৩ অক্টোবর স্থানীয় সময় বিকেলে জিয়াংসু প্রদেশের জিংজিয়াং শহরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ছাত্র পরিষদের সভাপতি বশির মাহমুদ।

বশির মাহমুদ বলেন, “সব খুনিদের বিচার কাজ শেষ করতে হবে। বিগত সময়ে যত ছাত্র নির্যাতনের শিকার হয়েছেন তাদের সুষ্ঠ বিচার করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে টর্চার সেল অচিরে বন্ধ করতে হবে। এই হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমাদের কাছে নেই।”

ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ফারহান বলেন, “আমরা এই নেক্কারজনক হত্যার সুষ্ঠ বিচার চাই। হত্যাকারীদের ফাঁসির দাবি জানাই। আর্থিক ক্ষতিপূরণসহ নিহতের পরিবারের সব সমস্যার সমাধান চাই।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!