ফ্লোরিডা আর্ন্তজাতিক বাণিজ্যমেলায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে দুইদিন ব্যাপী ‘ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কালচারাল এক্সপো ২০১৯’ এ অংশ নিয়েছে বাংলাদেশ।

শিব্বির আহমেদ, ফ্লোরিডা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2019, 05:19 AM
Updated : 14 Oct 2019, 05:20 AM

৯ অক্টোবর থেকে ১০ অক্টোবর ফ্লোরিডার ব্রাওয়ার্ড কাউন্টিতে ‘কানেক্ট ইউর বিজনেস টু দ্য ওয়ার্ল্ড’ স্লোগানে অনুষ্ঠিত এ মেলায় বাংলাদেশের প্রায় ১৫টি কোম্পানি অংশ নেয়।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ৬০ জনেরও বেশি নেতা, দশটিরও বেশি সেমিনারে কয়েকশ ব্যবসায়ী নেতারা অংশ নেন এবং নিজ নিজ দেশের পণ্য তুলে ধরেন।

মেলায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ‘আমেরিকা বাংলাদেশ চেম্বার্স অব কমার্স’ এর প্রেসিডেন্ট আতিকুর রহমান।

অংশ নেন বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার শাহাবউদ্দীন পাটোয়ারী, কমার্স কাউন্সেলর সেলিম রেজা, ফোবানার প্রাক্তন চেয়ারম্যান মীর চৌধুরী, ফোবানার প্রাক্তন চেয়ারম্যান রেহান রেজা, ফোবানার প্রাক্তন চেয়ারম্যান ডিউক খান, ফোবানার প্রাক্তন চেয়ারম্যান নাহিদ চৌধুরী মামুন, ফোবানা নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, গোলাম ফারুক ভুঁইয়া, এনামুল হক এনাম ও সাইবার সিকিউরিটি ফার্ম ‘সিসিক্ট’ এর প্রধান কার্যনির্বাহী শিব্বীর আহমেদ।

মেলায় দিনভর বাংলাদেশর স্টলগুলোতে ছিল ভিড়। অতিথি ও ব্যবসায়ীদের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে দেখা যায়। বাংলাদেশের শিক্ষা, তথ্য-প্রযুক্তি, স্বাস্থ্য, এনার্জি, ট্যুারিজম, অ্যাভিয়েশনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান-প্রদান করতে দেখা যায়।

মেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠানের মূলমঞ্চে বাংলাদেশকে তুলে ধরেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইকোনমিক মিনিস্টার শাহাবউদ্দীন পাটোয়ারী। তিনি বিশ্ববাসীকে নানা সুযোগ-সুবিধার কথা বর্ণনা করে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

একইদিন বাংলাদেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। আতিকুর রহমানের সঞ্চালনায় বাংলাদেশের বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন ইকোনমিক মিনিস্টার শাহাবউদ্দীন পাটোয়ারী, ‘ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনিস্টিটিউট’ এর এক্সিকিউটিভ ডাইরেক্টর ইকবাল ইউসুফ ও ‘আর্জেন্টিনা বাংলাদেশ চেম্বার্স অব কমার্স’ এর আলীম আল রাজী।

মেলায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমেলায় কোস্টারিকার প্রাক্তন প্রেসিডেন্ট লুইস গুলিমেরো সলিস রিভেরা, ইকুয়াডোরের প্রাক্তন প্রেসিডেন্ট জামিল মাহুয়াদ, উরুগুয়ের প্রাক্তন প্রেসিডেন্ট লুইস আলবের্তো লাকালি, ট্রিনিদাদা টোবাকোর প্রাক্তন প্রধানমন্ত্রী বাসডিও পানডে, কলম্বিয়ার এন্টিকোয়ার গভর্নর লুইজ পেরেজ গুতিরেজ, ইতালি সিনেটের প্রাক্তন প্রেসিডেন্ট মারিও বাসিনি, ফেইসবুক হেড অব দ্য রিসেলার ক্রিসচিয়ান পেরেট ও উবার পাবলিক অ্যাফেয়ার্স জাভি করিয়েসো।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!