মৃত্যুর সাত মিনিট পর বাবা হলেন ইতালি-প্রবাসী

ইতালিতে ক্যান্সারে মৃত্যুর সাত মিনিট পর কন্যা-সন্তানের বাবা হয়েছেন প্রবাসী এক বাংলাদেশি।

সাইফুল ইসলাম মুন্সী, ইতালি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2019, 04:49 AM
Updated : 12 Oct 2019, 04:54 AM

তার নাম নুরুদ্দিন (৪০), বাড়ি সিলেট জেলার ওসমানী নগর থানায়। তিনি ভেনিস সেন্ট্রাল জামে মসজিদের ইমাম ছিলেন।

সোমবার ইতালির পর্যটন শহর ভেনিস মেস্ত্রের পলিক্লিনিক হাসপাতালে এ ঘটনা ঘটে। একই হাসপাতালের পাশাপাশি কেবিনে স্বামী-স্ত্রী দুজনই ভর্তি ছিলেন। স্বামী ছিলেন ক্যান্সারের চিকিৎসা নিতে আর স্ত্রী ভর্তি ছিলেন প্রসব-ব্যথার কারণে।

স্থানীয় প্রবাসীরা জানান, নুরুদ্দিন দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ইতালির ভেনিসে বসবাস করতেন। চার মাস আগে ইমাম নুরুদ্দিনের ক্যান্সার ধরা পড়লে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন।

প্রবাসী কামরুল ইসলাম রিগ্যান বলেন, “ভাগ্যের কি নির্মম পরিহাস। পাশাপাশি কেবিনে ভর্তি থেকেও সন্তানের মুখ দেখে যেতে পারলেন না জন্মদাতা বাবা। দীর্ঘদিন চিকিৎসা শেষে মরণব্যাধি ক্যান্সারের কাছে পরাজয় মেনে নেওয়ার ঠিক সাত মিনিট পরই এক শিশুর জন্ম দেয় তার স্ত্রী।”

রোববার ভেনিসের মেস্ত্রে পুরান জামে মসজিদে নুরুদ্দিনের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!