লিসবনে প্রবাসীদের দুর্গোৎসব

নানা আয়োজনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন করেছেন পর্তুগালের লিসবনে বসবাসরত বাংলাদেশিরা।

নাঈম হাসান, পর্তুগাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2019, 02:31 AM
Updated : 8 Oct 2019, 02:31 AM

‘সার্বজনীন পূজা উদযাপন পরিষদ’ লিসবনের পরিচালনায় এ আয়োজনে ছিলো ‘বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন অব পর্তুগাল’।

প্রবাসের কর্মব্যস্ততায় সাতদিনের পরিবর্তে দিনব্যাপী এ পূজোর আয়োজন করা হয়। মহানবমীর দিনে পর্তুগালের স্থানীয় সময় সোমবার সকালে লিসবনের এডিসিইও মিলনায়তনে প্রতিমা স্থাপনের মাধ্যমে পূজা কার্যক্রম শুরু হয়।

এতে নানা আয়োজনের মধ্যে ছিল অঞ্জলি ও প্রসাদ বিতরণ, আরতি, নাচ, গান, ফ্যাশন শো, নারী ও শিশুদের বিভিন্ন ইভেন্ট।

সন্ধ্যার পরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করতে আসেন পর্তুগালে নিযুক্ত রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দীক।

পূজা উদ‌যাপন কমিটির পক্ষ থেকে অনিক দেব রায় ও পিলু রঞ্জন সরকার সবাইকে ধন্যবাদ জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!