ইতালিতে চলছে বাংলাদেশিদের দুর্গাপূজা

ইতালির বিভিন্ন শহরে স্থায়ী ও অস্থায়ী মন্দিরে চলছে প্রবাসী বাংলাদেশিদের শারদীয় দুর্গাপূজা।

সাইফুল ইসলাম মুন্সী,ইতালি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2019, 02:25 AM
Updated : 8 Oct 2019, 02:31 AM

দেশটির রাজধানী রোমের পিসিআই হলে ‘ওঁম হিন্দু ইন্টারন্যাশনাল সোস্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন’ এর আয়োজনে এবং ‘হিন্দু পূজা উদযাপন পরিষদের’ আয়োজনে ৫নং কমুনের হলে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব।

এছাড়া দেশটির বাণিজ্যিক রাজধানী মিলানে ‘বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের’ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা।

সপ্তমী,অষ্টমী ও দশমীর মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। পূজামণ্ডপে ঢাক,শঙ্খ,কাঁসা আর উলুধ্বনিতে চারপাশ মুখরিত করে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে আহ্বান জানানো হয় অশুভকে দমনে।

অষ্টমীতে রোমের দুটি পূজামণ্ডপ ঘুরে দেখেন ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার। মিলানের পূজামণ্ডপ পরিদর্শন করেন কনসাল জেনারেল সামছুল হক।

প্রবাসী স্বপন দাস বলেন,“সার্বজনীন এ পূজোতে এসে দেবীর আরাধনা করতে পেরে ভীষণ ভালো লাগছে। বিদেশের মাটিতে দেশীয় আমেজে পূজা উদযাপন করতে পেরে অনেক ভাল লাগছে।”

পূজা উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে আরও ছিল শান্তিজল গ্রহণ,আরতী, নবপত্রিকা,অধিবাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!