সিঙ্গাপুরে হাই কমিশনের আয়োজনে ক্রিকেট

সিঙ্গাপুরে প্রবাসীদের নিয়ে সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে দেশটিতে বাংলাদেশ হাই কমিশন।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2019, 04:42 AM
Updated : 5 Oct 2019, 04:42 AM

বৃহস্পতিবার স্থানীয় বুকিত টিমাহ ক্রিকেট মাঠে এ টুর্নামেন্টে হাই কমিশনের দলসহ ১২টি দল অংশ নেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় হাই কমিশন।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দর্শকরা মাঠে উপস্থিত হয়ে পছন্দের দলকে সমর্থন জানানোর পাশাপাশি পুরো টুর্নামেন্ট উপভোগ করেন। বৃষ্টিবিঘ্নিত ফাইনাল ম্যাচে ‘বিডিএইচসি হিরোজ’ ও ‘এসবিএম’ দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

হাই কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন।

হাই কমিশনার বলেন, “কমিউনিটিকে সম্পৃক্ত করে ইতোমধ্যে হাই কমিশন কয়েকটি ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নেটওয়ার্কিং বৈঠক আয়োজন করেছে। এর ফলে হাই কমিশন ও কম্যুনিটির মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। পাশাপাশি সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের এ  ধরণের সুকুমার মনোবৃত্তির চর্চা স্থানীয় জনগোষ্ঠীর প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!