সিডনিতে কনস্যুলেট জেনারেলের নতুন অফিস উদ্বোধন

অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন অফিস উদ্বোধন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

নাইম আব্দুল্লাহ, সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2019, 05:25 AM
Updated : 4 Oct 2019, 05:25 AM

প্রবাসীদের ‘অধিকতর কূটনৈতিক সেবা’ দিতে স্থায়ীয় সময় বুধবার সন্ধ্যায় সিডনির রকস এ ১৮৯ কেন্ট স্ট্রিটের প্রথম তলায় এ অফিস খোলা হয় বলে কনস্যুলেট সূত্র জানায়।

নতুন অফিসে কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম ও কনসাল মো. কামরুজ্জামান নিয়োগ পেয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়া, নিউ জিলান্ড ও ফিজির দায়িত্বপ্রাপ্ত হাই কমিশন সুফিউর রহমান।

এসময় ডেপুটি হাই কমিশনার তারেক আহমেদ, হাই কমিশন অফিস ক্যানবেরার দুজন ফার্স্ট সেক্রেটারি নাহিদ আফরোজ ও তাহমিন দেলোয়ার মুনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কনসাল কামরুজ্জামানের সঞ্চালনায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরুর পর স্বাগত বক্তব্য দেন কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম।

আরও বক্তব্য রাখেন নিউ সাউথ ওয়েলস স্টেট পার্লামেন্টের সদস্য মার্ক কোরে, কান্টারবুরি সংসদ সদস্য সোফি কস্টিস ও প্রসপেক্ট এর সংসদ সদস্য হিউ ম্যাকডোরম্যাট।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!