ফ্রান্সে বাংলাদেশ মহিলা সমিতির নতুন কমিটি

শিউলিকে সভাপতি ও হেপি রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নারীদের সংগঠন ‘বাংলাদেশ মহিলা সমিতি’ ফ্রান্স শাখা।

আবু তাহির, ফ্রান্স থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2019, 05:20 AM
Updated : 30 Sept 2019, 05:20 AM

শনিবার প্যারিসের এক রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় ১১ সদস্যের নতুন এ কমিটির ঘোষণা করে সংগঠনটি।

সভায় বক্তব্য দেন নবগঠিত কমিটির সভাপতি শিউলি, সাধারণ সম্পাদক হেপি রহমান, শরীফা আলম, তানিয়া বেগম ও রুমানা রহমান।

গ্রামীণ ও অসহায় নারীর কর্মসংস্থান, নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠা, নারীকে ‘বাঁচতে শেখা’ এ সংগঠনের মাধ্যমে করার চেষ্টা করবেন বলে জানান বক্তারা। তারা জানান, প্রবাসে বিশেষ করে ইউরোপে নারীরা অনেকটাই আত্মনির্ভরশীল। তার কারণ হচ্ছে পরিবেশ, উন্নত নীতিমালা ও নারীদের সুরক্ষা।

আগামী দুই মাসের মধ্যে সংগঠনের কর্মপরিকল্পনা প্রকাশ ও অভিষেক অনুষ্ঠান করা হবে বলে জানান তারা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!