আলোচনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি

আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার ‘মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন হচ্ছে’ বলে প্রবাসী কমিউনিটিতে বিষয়টি আলোচনায় এসেছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2019, 07:21 AM
Updated : 29 Sept 2019, 02:46 PM

শনিবার নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া ‘প্রবাসী নাগরিক সংবর্ধনা’ সমাবেশে সংগঠনটির মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান মঞ্চে অনুপস্থিত থাকায় নতুন কমিটি প্রত্যাশীরা এমন আশা করছেন বলে প্রবাসীরা জানান।

তারা জানান, মঞ্চে উপস্থিত না থাকলেও সিদ্দিকুর রহমানের দর্শক সারিতে ছিলেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ৩ বছরের জন্য অনুমোদিত কমিটির বর্তমান বয়স ৮ বছর। এ কমিটির সভাপতি সিদ্দিকুরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও মিথ্যাচারসহ নানা অভিযোগ দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

এ অবস্থায় প্রবাসী নাগরিক সংবর্ধনা সভায় সিদ্দিকুর রহমানের মঞ্চে অনুপস্থিতিকে নতুন কমিটি গঠনের আভাস হিসেবেই দেখছেন তারা। নেতা-কর্মীরা সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি চাচ্ছেন বিষয়টি আঁচ করতে পেরে দলীয় সভাপতি শেখ হাসিনা সংবর্ধনা সমাবেশ থেকে সিদ্দিকুর রহমানকে ‘দূরে থাকার নির্দেশ দেন’ বলে ধারণা তাদের।

এদিকে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়ার আগে শেখ হাসিনা নতুন কমিটির শীর্ষ নেতাদের তালিকা জানিয়ে যাবেন বলে জানা গেছে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের সঞ্চালনায় ‘প্রবাসী নাগরিক সংবর্ধনা’ সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

মঞ্চে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। সভায় কেবল শেখ হাসিনা বক্তব্য দেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!