সম্মেলন চেয়ে যুক্তরাষ্ট্র আ. লীগের লাগাতার কর্মসূচি

সঙ্গঠনের সম্মেলন ও নতুন কমিটির দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি অংশ।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2019, 06:52 AM
Updated : 25 Sept 2019, 06:52 AM

এ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বিক্ষোভ-সমাবেশ করেছেন তারা।

সমাবেশ থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ জানান ক্ষুব্ধ নেতা-কর্মীরা।

প্রবাসীরা জানান, গত এক সপ্তাহ ধরেই এ কর্মসূচি পালিত হচ্ছে নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে। জাতিসংঘের ৭৪তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে আসার পর সে আন্দোলনে গতি এসেছে। ৩ বছরের জন্য গঠিত কমিটির মেয়াদ এখান ৮ বছর অতিক্রম করছে। এজন্য নেতা-কর্মীরা সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির দাবি জানাচ্ছেন।

বিক্ষোভ-সমাবেশে নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বাকসুর সাবেক জিএস মুক্তিযোদ্ধা প্রদীপ রঞ্জন কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক শাহ বখতিয়ার, শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমেদ, শিক্ষা সম্পাদক এম এ করিম জাহাঙ্গির, নির্বাহী সদস্য হিন্দাল কাদির বাপ্পা, শরিফ কামরুল হীরা, কায়কোবাদ খান, সাখাওয়াত হোসেন চঞ্চল, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন ও সেবুল মিয়া, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, ‘শেখ হাসিনা মঞ্চের’ সভাপতি জালালউদ্দিন জলিল, শ্রমিকলীগ নেতা মঞ্জুর চৌধুরী, মিজানুল হাসান, আসাফ মাসুক, নাফিকুর রহমান, মাইনুদ্দিন, শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম সেলিম ও আলাউদ্দিন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!