ওয়াশিংটনে প্রবাসীদের আবৃত্তি সংগঠন ‘সমস্বর’

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ‘সমস্বর’ নামে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি সংগঠন গঠন করেছেন প্রবাসীরা।

দেওয়ান আলী, ওয়াশিংটন ডিসি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2019, 08:32 AM
Updated : 17 Sept 2019, 08:32 AM

রোববার ওয়াশিংটন ডিসির জর্জ মেসন রিজিওনাল লাইব্রেরির মিলনায়তনে সংগঠনটির অভিষেক অনুষ্ঠান হয়।

উদ্বোধন করেন ‘ভয়েস অব আমেরিকা’ বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার। শুভেচ্ছা বাণী পড়েন আনিস আহমেদ ও স্বাগত বক্তব্য দেন অদিতি সাদিয়া রহমান।

‘অন্তর্যামী বিকশিত অনন্ত সত্যে’ শিরোনামে কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি নিয়ে প্রযোজিত এ অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিচালনায় ছিলেন অদিতি সাদিয়া রহমান।

আবৃত্তি আয়োজনে অংশ নেন অদিতি সাদিয়া রহমান, আরিয়ানা এলাহী, কুলসুম আলম, তৌফিক হাসান, তারেক মেহ্‌দী, তিলক কর, মিজানুর রহমান খান, মো. শাহীনুর রহমান, রাহাত ই আফজা ও সামারা এলাহী । তবলা বাজান পল ফেবিয়ান গোমেজ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আবৃত্তি করেন ‘ভয়েস অব আমেরিকা’ বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ইকবাল বাহার চৌধুরী, সরকার কবির উদ্দিন, সিলিকা কণা, এ কে এম আসাদুজ্জামান, সাবরিনা চৌধুরী ডোনা, এ কে এম খায়রুজ্জামান, স্বাতি সিনহা ও শওকত খান দিপু।

অনুষ্ঠানটি আয়োজনে সহযোগীতা করেছেন সুব্রত ধর, রায়হান এলাহী, মিজানুর রহমান, ইরাজ তালুকদার, মরিয়ম পারভীন ও ডেভিড রানা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!