নতুন কমিটি চেয়ে যুক্তরাষ্ট্র আ. লীগ একাংশের বিক্ষোভ

সংগঠনের নতুন কমিটি চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি অংশ।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2019, 07:23 AM
Updated : 10 Sept 2019, 07:24 AM

রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এ সমাবেশ থেকে সংগঠনটির বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানের অপসারণ দাবি করেন তারা।

বক্তব্য দিচ্ছেন আইরিন পারভিন

এতে সভাপতিত্ব করেন সংগঠনের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ ও সভা পরিচালনা করেন শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম।

মূল বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জিএস প্রদীপ রঞ্জন কর।

বক্তব্য দিচ্ছেন মকবুল হোসেন তালুকদার

সংগঠনটির আইন বিষয়ক সম্পাদক শাহ মো. বখতিয়ার তার লিখিত বক্তব্যে সিদ্দিকুর রহমানের অপসারণের পক্ষে ১৭টি অভিযোগ উপস্থাপন করেন।

কর্মী সমাবেশ

তিনি বলেন, “৩ বছরের জন্য অনুমোদিত কমিটির বয়স ৮ বছর পেরিয়েছে। শেখ হাসিনার অনুমোদিত কমিটির সদস্য সংখ্যা ছিল ৭৬। গত ৮ বছরে পছন্দের লোকদের সম্পূর্ণ অসাংগঠনিক প্রক্রিয়ায় পদায়নের মাধ্যমে তা ১৭৩-এ উঠেছে। এ ব্যাপারে শেখ হাসিনার অনুমোদনের প্রয়োজনবোধ করেননি সিদ্দিকুর।”

সমাবেশ পরিচালনা করেন ফরিদ আলম

সভায় আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মেয়াদোত্তীর্ণ কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত, শিক্ষা সম্পাদক এম এ করিম জাহাঙ্গির, নির্বাহী সদস্য হিন্দাল কাদির বাপ্পা, শরিফ কামরুল হীরা, কায়েকোবাদ খান, ইলিয়ার রহমান, সাবু মিয়া, লিটন গাজী, আশরাফ মাসুক, পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের নেতা এম এ হাই, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন চঞ্চল, জামাল হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, শফিকুল আলম, এম এ জলিল, তোফায়েল চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আশরাফউদ্দিন, শ্রমিক লীগের সহ সভাপতি মঞ্জুর চৌধুরী, ‘শেখ হাসিনা মঞ্চের’ সভাপতি জালালউদ্দিন জলিল, আওয়ামী লীগ নেতা আলী আক্কাস, হেলাল মাহমুদ, সিরাজুল ইসলাম, মাঈনউদ্দিন, স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি মো. আলমগীর ও স্বেচ্ছাসেবক লীগের ফরিদা।

কর্মী সমাবেশে নেতা-কর্মীরা

নেতা-কর্মীরা জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসবেন সংগঠনের সভাপতি শেখ হাসিনা। ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়ার আগের দিন দুপুরে নাগরিক সংবর্ধনা সমাবেশে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। সেখানেই কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি দেখার প্রত্যাশা তাদের।

বক্তব্য দিচ্ছেন শাহ বখতিয়ার

এদিকে সংগঠনের প্রচার সম্পাদক এনাম দুলাল মিয়া জানান, নিজের অবস্থান ব্যাখ্যার পাশাপাশি শেখ হাসিনার সফরের প্রস্তুতি জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছেন সিদ্দিকুর রহমান।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!