পোর্তোতে সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশিরা

পর্তুগালের বাণিজ্যিক নগরী পোর্তোতে অনুষ্ঠিত বিভিন্ন দেশের অভিবাসীদের সাংস্কৃতিক উৎসবে অংশ নিয়েছেন বাংলাদেশিরা।

নাঈম হাসান, পর্তুগাল থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2019, 06:23 AM
Updated : 9 Sept 2019, 06:23 AM

রোববার পোর্তো শহরের প্রাণকেন্দ্র বাতায়লাতে অভিবাসীদের সংগঠন ‘স্পাসো-টি’ এর আয়োজনে এ অনুষ্ঠানে ‘বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো’ সহযোগী আয়োজক হিসেবে অংশ নেয়।

দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন ‘স্পার্সো-টি' এর সভাপতি জর্জ অলিভেইরা, ‘বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর’ সভাপতি শাহ আলম কাজলসহ বিভিন্ন অভিবাসী দেশের নেতারা।

পোর্তো শহরে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীদের অংশগ্রহণে শিল্পীরা তাদের নিজ দেশের সংস্কৃতি তুলে ধরেন। পর্তুগাল প্রবাসী বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার শারমিন মৌ উৎসবে বাংলাদেশি পোশাকে ফ্যাশন শো পরিচালনা করেন। বাংলাদেশ ছাড়াও ফ্যাশন শোতে মডেল হিসেবে অংশ নেন পর্তুগিজ ও ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকরা।

উৎসবে বাংলা গানের সঙ্গে নৃত্যে অংশ নেন বাংলাদেশি ক্ষুদে শিল্পী আহনাফ খান ও নেপালের ক্ষুদে শিল্পী দিশানা।

প্রবাসীরা জানান, পোর্তো শহরে বসবাসরত অভিবাসী বিভিন্ন দেশের মানুষদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে এ উৎসবের আয়োজন করা হয়ে থাকে। আয়োজকদের ধারণা এভাবেই সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে মানুষে মানুষে ভেদাভেদ কমিয়ে আনা সম্ভব। ইউরোপীয় ইউনিয়ন, রিপাবলিক পর্তুগিজ ও পোর্তো সিটি করপোরেশন উৎসবটির আয়োজন সহযোগী ছিলো।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!