নিউ ইয়র্কে ফোবানার নতুন কমিটি

উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা’ (ফোবানা) তাদের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2019, 08:34 AM
Updated : 7 Sept 2019, 08:34 AM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ কলসিয়ামে গত লেবার ডে উইকেন্ডে অনুষ্ঠিত ৩৩তম ফোবানা সম্মেলনের শেষ দিন রোববার সন্ধ্যায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০১৯-২০২০ সালের জন্য নির্বাচিত এ নির্বাহী কমিটির চেয়ারপারসন শাহ হালিম (টেক্সাস) ও নির্বাহী সচিব হয়েছেন আহসান চৌধুরী (টেক্সাস)।

বিজয়ী অপর কর্মকর্তারা হলেন ভাইস চেয়ারপারসন জাকারিয়া চৌধুরী (নিউ ইয়র্ক), যুগ্ম সচিব রফিক খান (টেক্সাস) ও কোষাধ্যক্ষ নাহিদ খান সাহেল (জর্জিয়া)।

ফোবানার নির্বাহী কমিটির কর্মকর্তারা

আউস্ট্যান্ডিং মেম্বার হয়েছেন- মীর চৌধুরী (নিউ জার্সি), নার্গিস আহমেদ (নিউ ইয়র্ক), আবির আলমগীর (নিউ ইয়র্ক), রবিউল করিম বেলাল (ক্যানসাস), জসীম উদ্দিন (জর্জিয়া), জাহিদ হোসেন (ক্যালিফোর্নিয়া), সাদেক খান (ভার্জিনিয়া), এ টি এম আলম (ভার্জিনিয়া) ও মাকবুল আলী (ইলিনয়)।

ফোবানায় আরো ১৭টি মেম্বার অর্গানাইজেশন হচ্ছে- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস (টেক্সাস), আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (ওয়াশিংটন ডিসি), বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়া (জর্জিয়া), বেঙ্গলি বয়েজ কালচারাল অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন (জর্জিয়া), প্রিয় বাংলা (ভার্জিনিয়া), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (ক্যালিফোর্নিয়া), বাংলাদেশ কমিউনিটি অব লস অ্যাঞ্জেলস (ক্যালিফোর্নিয়া), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ক্যানসাস সিটি (ক্যানসাস), বাংলাদেশি আমেরিকান ওমেন’স অ্যাসোসিয়েশন অব টেক্সাস (টেক্সাস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব এনজে (নিউ জার্সি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা (ফ্লোরিডা), বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া (জর্জিয়া), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস (ক্যালিফোর্নিয়া), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইন্ক (ভার্জিনিয়া-ম্যারিল্যান্ড), শতদল ইন্ক (নিউ জার্সি), বাংলাদেশ ইনিস্টিটিউট অব পারফর্মিং আর্টস (নিউ ইয়র্ক) ও বাংলাদেশ কমিউনিটি অব গ্রেটার শিকাগোল্যান্ড (ইলিনয়)।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!