লস অ্যাঞ্জেলেসে শেখ কামাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে অনুষ্ঠিত হয়েছে ‘শেখ কামাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2019, 08:11 AM
Updated : 7 Sept 2019, 08:30 AM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল স্মরণে সোমবার লস অ্যাঞ্জেলেসের উডলি পার্ক ক্রিকেট মাঠে তিন দিনব্যাপি এ টুর্নামেন্ট শেষ হয়।

‘সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন’ এর আয়োজনে গত তিন বছর ধরে এ টুর্নামেন্টের উদ্যোক্তা ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবি আলম।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশের আটটি দল নিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

ফাইনালে ‘নর্দার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন’ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ‘সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন’, ম্যাচটি পরিচালনা করেন বাংলাদেশি আম্পায়ার নাদের শাহ।

প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া অন্য দলগুলো ছিলো- অ্যারিজোনা ক্রিকেট অ্যাসোসিয়েশন, বে এরিয়া ক্রিকেট অ্যালাইয়েনস, কলোরাডো ক্রিকেট লীগ, নেভাদা প্রিমিয়ার ক্রিকেট লীগ, নর্থ ওয়েস্ট ক্রিকেট লীগ ও ইউটাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাজ্জাদুল হক ববি, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের সভাপতি অতুল রায় ও সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহের গান্ধী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুস্তাইন দারা বিল্লাহ, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান পাটেলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

টুর্নামেন্ট সফল করতে কাজ করেছেন ক্রিকেটার নাজিম সিরাজী, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল, আলী আহমেদ ফারিস, শামীম হোসেন, দিদার আহমেদ, ফিরোজ আলম, কাজল হোসাইন, ফরহাদ হোসেন, কামরুল হাসান, আজিজ মোহম্মদ হাই, সোহেল ইসলাম, সারোয়ার হোসেন, নাহিদ হাসান রুবেল, আফরোজ আলম জয়, ওস্তাদ কাজী হাসিব, হেলাল উদ্দীন ও মাহাতাব উদ্দিন টিপু।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!