যুক্তরাষ্ট্রে শ্রমিকদলের সভায় খালেদার মুক্তি দাবি

বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছে যুক্তরাষ্ট্র শ্রমিকদল।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2019, 09:24 AM
Updated : 6 Sept 2019, 09:24 AM

বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস পালকি পার্টি সেন্টারে এক আলোচনা সভায় এ দাবি করেন তারা।

এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, সভা পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন ও সহ সাধারণ সম্পাদক হারুন অর রশীদ চৌধুরী।

বক্তব্য দেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ সালাম।

তিনি বলেন, “এখন সময় হচ্ছে শহীদ জিয়ার আদর্শে সবার ঐক্যবদ্ধ হবার। ঐক্য জোরদার হলেই বাংলাদেশ গণতন্ত্র ফিরে পাবে।”

জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি বাবুল আহমেদ বলেন, “গুম-খুন, গ্রেপ্তার-নির্যাতনের ভয় দেখিয়ে ক্ষমতাসীনরা আবারো বাংলাদেশে বাকশাল কায়েমের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। একে রুখতে হবে পঁচাত্তরের চেতনায়।”

বক্তব্য দিচ্ছেন গিয়াস আহমেদ

আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম সহ সভাপতি গিয়াস আহমেদ, বিএনপি নেতা মার্শাল মুরাদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, জাসাসের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মো. আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ।

সভায় নেতা-কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কাজী আমিনুল ইসলাম স্বপন, আমানত হোসেন আমান, বিএম বাদশা, আমিনুর রহমান খোকন, আরিফুল ইসলাম, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমেদ, স্টেট বিএনপির সহ সভাপতি শহীদুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, শ্রমিক দলের সহ সভাপতি মীর মশিউর রহমান, ওয়াহেদ আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, স্টেট বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জহির সিকদার, মনির, যুগ্ম মোহাম্মদ হাসান, রাশিদা আহম্মেদ মুন, তাছলিমা আকতার, মো. শাখাওয়াত হোসেন, মো. পাভেল মিয়া, মোফাজ্জল ভূইয়া, মো. রুহুল আমিন, মুসলেহ উদ্দিন মুসা, ফিরোজ হায়দার, মোক্তাদির হাসান, আলম আলম, আতাউর রহমান, মেজবাহ্ উদ্দিন, মনির হোসেন, জহিরুল ইসলাম, মোহাম্মদ জুয়েল, শাহজাহান সাজু, জাহিদ হাসান, মোহাম্মদ আলম, জাহাঙ্গীর চৌধুরী, মো. মাসুম ও কামাল উদ্দিন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!