শেখ হাসিনার সফর ঘিরে যুক্তরাষ্ট্রে আ. লীগের সভা

চলতি মাসে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে প্রস্তুতিসভা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2019, 07:47 AM
Updated : 3 Sept 2019, 07:47 AM

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছার কথা রয়েছে শেখ হাসিনার।

এ উপলক্ষে রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের তিতাস পাটি হলে সভা করেন দলটির নেতা-কর্মীরা।

এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বাণিজ্য সম্পাদক মিসবাহ আহমেদ। যৌথভাবে সভা পরিচালনা করেন সংগঠনটির শিল্প সম্পাদক ফরিদ আলম ও ‘শেখ হাসিনা মঞ্চের’ সাধারণ সম্পাদক কায়কোবাদ খান।

তারা জানান, কর্মসূচির মধ্যে রয়েছে- ২২ সেপ্টেম্বর জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণের সময় শেখ হাসিনাকে অভ্যর্থনা, জাতিসংঘে ভাষণের সময় বাইরে শান্তি সমাবেশ ও প্রবাসীদের দেওয়া নাগরিক সংবর্ধনা।

বক্তব্য দিচ্ছেন ফরিদ আলম

প্রস্তুতি সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন নিয়েও আলোচনা করেন নেতা-কর্মীরা। এ দাবিতে ৮ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আরেকটি কর্মী সমাবেশ হবে বলে জানান তারা।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিল্প সম্পাদক ফরিদ আলম বলেন, “জননেত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরকে সাফল্যমণ্ডিত করতে আমরা প্রস্তুতি নিচ্ছি। একইসঙ্গে বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানের সাম্প্রতিক কিছু কাজে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ইমেজ সাধারণ প্রবাসীদের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এমন নেতৃত্বে এই প্রবাসে আওয়ামী লীগকে সুসংগঠিত একটি সংগঠনে পরিণত করা আর সম্ভব নয়। এজন্য সবার দাবি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির।”  

প্রস্তুতি সভায় আরও অংশ নেন প্রদীপ রঞ্জন কর, মিজানুর রহমান চৌধুরী, হাকিকুল ইসলাম খোকন, তোফায়েল চৌধুরী, আ: রহিম বাদশা, শাহ মো. বখতিয়ার, শরীফ কামরুল আলম হিরা, ইলিয়ার রহমান, আসাফ মাসুক, কায়কোবাদ খান, শাহনাজ মমতাজ, শেখ জামাল হোসাইন, রুমানা আখতার, মো. আলমগীর, ইনজিনিয়ার মিজানুল হাসান, সাখাওয়াত হোসেন চঞ্চল চৌধুরী, মনজুর চৌধুরী, সেবুল মিয়া, জামাল হোসেন, আতাউর রহমান, দেলওয়ার হোসেন, সাদেক বদরুজ্জামান পান্না, নাদের মাস্টার, জামাল হোসেন, মো. মিজান, মিজানুল হাসান, নাফিকুর রহমান, রহিমুল হুদা, শারমিন তালুকদার, সুব্রত দাস, মো. মাইনউদ্দিন, হুমায়ুন কবির, মো. মুহিত, বি এম জাকির হোসেন হিরু, মাহমুদুর রহমান ও শহিদুল ইসলাম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!