ওয়াশিংটন ডি.সিতে আ. লীগের জাতীয় শোক দিবস পালন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সিতে জাতীয় শোক দিবস পালন করেছে স্থানীয় আওয়ামী লীগের কিছু অঙ্গ-সঙ্গঠন।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2019, 06:11 AM
Updated : 19 August 2019, 06:11 AM

রোববার ওয়াশিংটন মেট্রো এলাকায় এ সভা সম্মিলিতভাবে আয়োজন করে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, ম্যারিল্যান্ড স্টেট আওয়ামী লীগ, বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগ ও বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ।

ম্যারিল্যান্ড স্টেট আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিমের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সভাপতি দেওয়ান আরশাদ আলী বিজয়।

প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি খন্দকার মনসুর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (পলিটিক্স) নুরল ইসলাম ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন বৃহত্তর ওয়াশিংটনের সভাপতি শাহ আলম মজুমদার।

প্রধান বক্তা ছিলেন কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু। বিশেষ বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক দস্তগির জাহাঙ্গীর।

আরোও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, সহ সভাপতি মোহাম্মদ আলমগীর, বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম,আলাউদ্দিন আহমেদ ও ভার্জিনিয়া  স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ।

প্রবাসী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন দশম গ্রেডের ছাত্রী অনামিত্রা বড়ুয়া, একাদশ গ্রেডের ছাত্র শেখ শেফালদিন সেলিম এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির ছাত্র নুরান চোধুরী।

শুরুতে কোরআন থেকে পড়েন মোস্তাফিজুর রহমান, গীতা পড়েন কোমল কান্তি বনিক ও ত্রিপিটক পড়েন জীবক কুমার বড়ুয়া।

সভায় নেতা-কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভার্জিনিয়া আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল আজিম , যুগ্ম সম্পাদক মো. আমান উল্লাহ, ম্যারিল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল আহসান তাপস, সহ সভাপতি সালেহ আহমেদ,মোশারফ হোসেন দুলাল, বিশ্বজিত সাহা, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহ সভাপতি শিব্বির আহমেদ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার, সদস্য জিয়া, দুলাল আহমেদ, বিশ্বজিত সাহা, মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরী, বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সহ সভাপতি ওবায়দুল হক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন ও বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মির রফিকুল ইসলাম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!