জাতিসংঘে ফজিলাতুন্নেছার ৮৯তম জন্মবার্ষিকী পালন

বঙ্গবন্ধুপত্মী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী পালন করেছে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2019, 04:19 AM
Updated : 10 August 2019, 04:19 AM

এ উপলক্ষে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতে জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পড়ে শোনান মিশনের উপ স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম।

বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, “বঙ্গমাতা ছিলেন জাতির পিতার রাজনৈতিক সাফল্যের অনন্য উৎসবিন্দু। তিনি একদিকে শক্তহাতে যেমন সংসার সামলিয়েছেন তেমনি অন্যদিকে আন্দোলন-সংগ্রামে জাতির পিতাকে উৎসাহ যুগিয়েছেন। তিনি প্রকৃতই ছিলেন বঙ্গবন্ধুর একজন সহযোদ্ধা ও বিশ্বস্ত সহচর।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!