ক্যালিফোর্নিয়ায় প্রবাসীদের নতুন সংগঠন

‘বাংলাদেশ এসোসিয়েশন অব অরেঞ্জ কাউন্টি’ নামে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2019, 03:11 PM
Updated : 9 August 2019, 03:11 PM

স্থানীয় সময় ৪ অগাস্ট অরেঞ্জ কাউন্টিতে বসবাসরত ১৭ জনের সমন্বয়ে অরেঞ্জ কাউন্টি বৈশাখী পিকনিকে এ সংগঠনের ঘোষণা দেওয়া হয়।

‘দেশ ও প্রবাসে বাংলাদেশীদের সার্বিক কল্যাণের অঙ্গীকারে’ স্লোগান সামনে রেখে সংগঠনটির যাত্রা শুরুর ঘোষণা দেন উদ্যোক্তরা।

সংগঠনের যাত্রা শুরুর ঘোষণা অনুষ্ঠানে সৈয়দ এম হোসেন বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাহিদুল মাহমুদ জামি, লস অ্যাঞ্জেলস বৈশাখী মেলার কর্ণধার আবুল ইব্রাহীম, আমানুর রহমান, কমিউনিটি লিডার জিল্লুর রহমান, ফ্রেন্স বাবু প্রমুখ।

বক্তারা নতুন সংগঠনের কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তারা নবনির্বাচিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

সভায় নতুন সংগঠনের সাফল্য, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।

সংগঠনের কর্মকর্তারা হলেন- সভাপতি- মো. রফিকুল হক রাজু, সিনিয়র সহসভাপতি-মাকসুদা ইসলাম ইয়াসমিন, সহসভাপতি-মন্জুর আলী বাবর, সাধারণ সম্পাদক-রেজাউল করিম রেজা, সিনিয়র যুগ্ম সম্পাদক-মাহবুবুর হক ইমন, যুগ্ম সম্পাদক-রায়হান কবির, সাংগঠনিক সম্পাদক-আবুবকর হোসেন সিদ্দিক, সহ সাংগঠনিক সম্পাদক- নজরুল ইসলাম বাবু, অর্থ সম্পাদক- বিবেক সরকার,  সহ অর্থ সম্পাদক- চন্দন সাব্বির, সাংস্কৃতিক সম্পাদক- কাজী কাবেরী রহমান, প্রচার সম্পাদক- সজিব ইফতি, সমাজ কল্যাণ সম্পাদক-এহতেশামুল হক শ্যামল, ক্রীড়া সম্পাদক- সুলতান সামিয়ুল বাবলা, যুগ্ম ক্রীড়া সম্পাদক- সোহেল রানা, ইন্টারনেট বিষয়ক সম্পাদক- নাসিম হোসেন, মহিলা সম্পাদক- সাবরিনা হক শিমুল।

উপদেষ্টামণ্ডলিতে রয়েছেন মুক্তিযাদ্ধা জাহিদুল মাহমুদ জামি, মুক্তিযাদ্ধা আমানুর রহমান, তারিক বাবু,সামিউর রহমান হিরা, আনিসুর রহমান আনিস, মো. আতিক, মো. রিটন রহমান, বিন্দু পাল, জিল্লুর রহমান, মোহাম্মাদ এমদাদুল হক মান্নু, কহিনুর রহমান এবং রফিকুল রহমান রতন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!