বার্সেলোনায় প্রবাসীদের ক্রিকেট এশিয়া কাপ

স্পেনের বার্সেলোনায় বসবাসরত এশিয় প্রবাসীদের নিয়ে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে ‘এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট’।

কবির আল মাহমুদ, স্পেন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2019, 08:58 AM
Updated : 2 August 2019, 08:58 AM

শনিবার থেকে অনুষ্ঠেয় দুই দিনব্যাপী ছয় ম্যাচের এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান।

আয়োজক সংগঠন ‘বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব বার্সেলোনা’ জানায়, শনিবার প্রথম দিন ৪টি ম্যাচ এবং দ্বিতীয় দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ বার্সেলোনার স্থানীয় মনজুইক মাঠে স্থানীয় সময় সকাল নয়টা থেকে শুরু হবে। ম্যাচগুলো হবে ২০ ওভার করে।

প্রবাসীদের মাঠে গিয়ে খেলা দেখার আহ্বান জানিয়েছেন ‘বাংলাদেশ ক্রিকেট ক্লাব, বার্সেলোনার’ সভাপতি আশরাফ হোসেন মামুন, সহ সভাপতি আব্দুল্লাহ আল নোমান সুমন ও সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!