কোরিয়ায় বাংলাদেশি ইপিএস কর্মী বাড়াতে সেমিনার

দক্ষিণ কোরিয়ায় ‘এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম’ (ইপিএস) পদ্ধতিতে বাংলাদেশি কর্মী বাড়াতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

যূথী ইকরাম, দক্ষিণ কোরিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2019, 08:22 AM
Updated : 30 July 2019, 08:22 AM

স্থানীয় সময় রোববার সকালে দেশটির আনসান শহরের ফরেন রেসিডেন্টস সাপোর্ট সেন্টারের প্রধান হলে এ আয়োজন করে প্রবাসী সংগঠন ‘গোপালগঞ্জ আ্যসোসিয়েশন অব সাউথ কোরিয়া (জিএএসকে)।

‘বাংলাদেশি ইপিএস সদস্য বর্ধনের কার্যকরী উপায়’ শিরোনামে এ সেমিনারে প্রধান অতিথি ও আলোচক ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব মকিমা বেগম। 

মূল বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি শেখ মুরাদ হোসেন। সূচনা বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ডেভিড ইকরাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাজমুল হুদা, আব্দুল মতিন, রফিকুল ইসলাম ভুট্টো, মুন্সী রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, রকিব মৃধা, ডালিম, শেখ রিপন, শেখ অমর, আমিনুল মোগল ও ইসরাত জাহান এমা।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!