সিঙ্গাপুরে ‘কহন’ এর একক আবৃত্তি সন্ধ্যা

সিঙ্গাপুরে একক আবৃত্তি সন্ধ্যা করেছে দেশটিতে বাংলা আবৃত্তি চর্চা কেন্দ্র ‘কহন’।

মনির আহমদ, সিঙ্গাপুর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2019, 07:46 AM
Updated : 30 July 2019, 07:47 AM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সিঙ্গাপুর লিটারেরি সেন্টার সিংলিটে এ অনুষ্ঠানে আবৃত্তি করেন বাচিকশিল্পী ও রবীন্দ্র-নজরুল গবেষক অনিন্দ্যা সিকোয়েরা।

তিনি কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন।

আবৃত্তির বিভিন্ন অংশে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত শোনান আবৃত্তিশিল্পী তৌহিদা রহমান টিনা।

আবৃত্তিশিল্পী মাজহারুল আবেদীন আদরের সঞ্চালনায় অনুষ্ঠানের সমাপিকা টানেন কবি জাকির হোসেন খোকন। মুম্বাই থেকে এসে আবৃত্তি শোনানোর জন্য অনিন্দ্যা সিকোয়েরাকে ধন্যবাদ জানান তিনি।

আয়োজকরা জানান, ‘মুক্ত কর হে বন্ধ’ স্লোগানে ‘কহন’ আবৃত্তি চর্চা কেন্দ্র গত বছর সিঙ্গাপুরে যাত্রা করে। বেশকিছু যৌথ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করলেও একক আবৃত্তি অনুষ্ঠান এটিই প্রথম।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!