মাল্টায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রবাসীদের সংবর্ধনা

ইউরোপের দেশ মাল্টায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে সংবর্ধনা দিয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

সাইফুল ইসলাম মুন্সী, ইতালি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2019, 06:31 AM
Updated : 28 July 2019, 06:31 AM

বাংলাদেশ ও মাল্টার মধ্যে নিয়মিত দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নিতে লন্ডন থেকে মাল্টায় আসেন পররাষ্ট্রমন্ত্রী।

স্থানীয় সময় শুক্রবার দেশটির গিরিজা শহরে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

এতে উপস্থিত ছিলেন মাল্টার পররাষ্ট্রমন্ত্রী কারমেলো আবেলা, গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন এবং মাল্টার বিভিন্ন শহরের মেয়র ও মাল্টা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এসময় পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, “বর্তমান সরকার প্রবাসীদের জন্য অনেক সুযোগ-সুবিধা বাড়াচ্ছে। ইতোমধ্যে আমরা দূতাবাস নামে একটি সফটওয়্যার বানিয়েছি। এতে প্রবাসীরা ঘরে বসেই দূতাবাসের সেবা পাবেন।”

প্রবাসীরা জানান, দুই দেশের মধ্যে আলোচনা হলে এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য অনেককিছু সহজ হয়ে যাবে। এছাড়া এখানে বাংলাদেশ দূতাবাস না থাকায় সব কাজ করার জন্য প্রবাসীদের গ্রিসে যেতে হয়। তাই মাল্টায় দূতাবাস কার্যক্রম চালু করার জোর দাবি করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠানে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!