সুবীর নন্দী স্মরণে যুক্তরাষ্ট্র উদীচীর সঙ্গীতানুষ্ঠান

শিল্পী সুবীর নন্দী স্মরণে সঙ্গীতানুষ্ঠান করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র শাখা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2019, 08:12 AM
Updated : 22 July 2019, 08:13 AM

রোববার নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের উদীচী স্কুলে ‘পাহাড়ের কান্না দেখে’ ব্যানারে এ আয়োজন করেন তারা।

স্মৃতিচারণ করেন মো. আনোয়ার হোসেন

উদীচীর জ্যেষ্ঠ সহ সভাপতি সুব্রত চৌধুরীর স্বাগত বক্তব্যের পর সুবীর নন্দীর জীবনী উপস্থাপন করেন সাবিনা হাই উর্বি।

স্মৃতিচারণ করেন রথীন্দ্রনাথ রায়

এরপর উদীচীর নেতা জীবন বিশ্বাসের নেতৃত্বে উদ্বোধনী সঙ্গীতে অংশ নেন উদীচীর শিল্পীরা। সুবীর নন্দীর জনপ্রিয় গানগুলোর কয়েকটি পরিবেশন করেন শিল্পী শাহ মাহবুব, তনিমা হাদী ও তানভীর শাহীন। এসময় যন্ত্রে ছিলেন তপন মোদক, সজীব মোদক, দীপ্ত রায়, মাসুদ ও শহীদউদ্দিন।

স্মৃতিচারণ করেন সুব্রত বিশ্বাস

স্মৃতিচারণ করেন রথীন্দ্রনাথ রায়, শিল্পী মোতলিব বিশ্বাস, তবলাবাদক তপন মোদক ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক মো. আনোয়ার হোসেন।

বক্তারা বলেন, যতদিন বাঙালিরা স্বাধীন সত্তা নিয়ে বেঁচে থাকবেন, ততদিন সুবীরের গানগুলো টিকে থাকবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!