মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকরা দেশে ফেরার সুযোগ পাচ্ছেন

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2019, 08:54 AM
Updated : 18 July 2019, 08:54 AM

আগামী পহেলা অগাস্ট থেকে এ সুযোগ শুরু হবে এবং ৩১ ডিসেম্বর শেষ হবে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি জানান, অবৈধ অভিবাসীদের দেশে ফিরে যাওয়ার জন্য মালয়েশিয় ইমিগ্রেশনকে ৭০০ রিঙ্গিত জরিমানা পরিশোধ করতে হবে। সঙ্গে ট্রাভেল ডকুমেন্টস হিসেবে পাসপোর্ট বা সংশ্লিষ্ট দূতাবাস থেকে ট্রাভেল পাস এবং বিমান টিকেট নিতে হবে।

সব অবৈধ অভিবাসীদের নির্বিঘ্নে দেশ ত্যাগের জন্য মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সবগুলো অফিসের ৮০টি কাউন্টারের মাধ্যমে সেবা দেওয়া হবে বলে জানান তিনি।