মালয়েশিয়ায় চিকিৎসা গবেষণায় সম্মাননা পেলেন বাংলাদেশি

মালয়েশিয়ায় চিকিৎসা বিজ্ঞান গবেষণায় সম্মাননা পেয়েছেন দেশটিতে বসবাসরত এক বাংলাদেশি অধ্যাপক।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2019, 05:34 PM
Updated : 17 July 2019, 05:34 PM

তার নাম মইনুল হক। তিনি ডিফেন্স ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার মেডিসিন অ্যান্ড ডিফেন্স হেলথ বিভাগের ফ্যাকাল্টি মেম্বার।

মইনুল তার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর লেফটেন্যান্ট জেনারেল আবদুল হালিম বিন হাজি জালালের কাছ থেকে ‘গোল্ডেন আর্টিকেল টপ রিসার্চার্স মোস্ট সাইটেড ২০১৮’ শিরোনামে এ সম্মাননা পান।

সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান তারিক সুজাত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অধ্যাপক মইনুল হক তার ইমপ্যাক্ট ফ্যাক্ট (ছ১, ছ২) জার্নালসহ প্রকাশিত বহু আর্টিকেলের জন্য বহির্বিশ্বে সুপরিচিত। গবেষণার পেছনে আত্মনিয়োগের পাশাপাশি ছাত্রদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া ডক্টর মইনুলের প্রিয় কাজ।’

রিসার্চ অ্যান্ড ইনোভেশন ক্যাটাগরিতে অন্য দেশের নাগরিক হিসেবে একমাত্র তিনিই এই সম্মাননা পান বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!