বেলজিয়ামে চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী মেজবান

বেলজিয়ামে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজনে করেছে দেশটিতে বসবাসরত চট্টগ্রামবাসীদের সংগঠন ‘চট্টলা’।

এম এ হাশেম, বেলজিয়াম থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2019, 02:42 AM
Updated : 7 July 2019, 02:42 AM

স্থানীয় সময় শনিবার দেশটির বন্দরনগরী এন্টর্পেন শহরে অনুষ্ঠিত এ মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন বেলজিয়াম-ইইউ-লুক্সেমবার্গে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদত হোসেন ও নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল।

খোকন শরীফের সভাপতিত্বে ও দাউদ খান সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বেলজিয়ামে বসাবাসরত প্রবাসীদের পাশাপাশি জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, হল্যান্ড, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে আসা প্রবাসীরা অংশ নেন।

সাত বছর আগে ইউরোপের রাজধানী খ্যাত ব্রাসেলসে কয়েকজন চট্টগ্রামবাসীর উদ্যোগে ‘চট্টলা’ সংগঠনটি গঠিত হয়। সংগঠনের অন্যতম উদোক্তা আবু তাহের, এম এম মোরশেদ, কলিম উদ্দীন ও রহমত উল্লাহ।

জাহাঙ্গীর চৌধুরী রতন জানান, চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি প্রবাসে চট্টগ্রামবাসী এবং সব বাঙালিদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করা ও প্রবাসীদের উন্নয়নের লক্ষ্যে সংগঠন ‘চট্টলা’ কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজনের পাশাপাশি শিশু-কিশোরদের অংশগ্রহণে চাঁটগাইয়া আঞ্চলিক গান ও নাচ পরিবেশন করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!