সিঙ্গাপুরে প্রবাসীদের গানের আসর ‘তোমায় গান শোনাবো’

সিঙ্গাপুরে প্রবাসী শিল্পীদের একক গানের ধারাবাহিক আসর ‘তোমায় গান শোনাবো’ এর পঞ্চমপর্ব অনুষ্ঠিত হয়েছে।

নাজমুল খান, সিঙ্গাপুর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2019, 09:24 AM
Updated : 30 June 2019, 09:24 AM

শুক্রবার দেশটির ক্লামেন্টির কেন্ট ভেল কমিনিটি হলে এবারের আসরে গান শোনান মনজুরুল মান্নান।

পেশায় নৌ-প্রকৌশলী মনজুরুল মান্নান ৯টি বাংলা গান ও ৪টি গজল গেয়ে শোনান।  সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সঙ্গীত বিদ্যালয় ‘সেন্টার ফর আর্টস’ এর শিক্ষক ও পরিচালনা কমিটির চেয়ারম্যান তিনি।

সিঙ্গাপুরে সাংস্কৃতিক কর্মী শামসুজ্জামান ফারুক ও তার স্ত্রী খালেদা আলী মিতার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুরের বাংলাদেশ হাই কমিশনার মুস্তাফিজুর রহমান ।

তবলা এবং হারমোনিয়াম বাজিয়েছেন শুভেন্দু মুখার্জী ও দেবাশীষ অধিকারী।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশনের লেবার কাউন্সেলর আতাউর রহমান, সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট হাফিজুর রহমান, জেনারেল সেক্রেটারি আমিরুল ইসলাম সোহেল ও সিঙ্গাপুর বাংলাদেশ বিজনেস চেম্বার এর প্রেসিডেন্ট মোহাম্মদ শাহেদুজ্জামান।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!