যুক্তরাজ্যভিত্তিক জনমত ডটকম পত্রিকার মোবাইল অ্যাপ উদ্বোধন

পূর্ব লন্ডন থেকে বাংলা ভাষায় প্রকাশিত সাপ্তাহিক জনমত পত্রিকার অ্যাপ এর উদ্বোধন করেছেন।

যুক্তরাজ্য প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2019, 03:55 PM
Updated : 27 June 2019, 03:55 PM

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

স্থানীয় সময় বুধবার বিকালে সাপ্তাহিক জনমত কার্যালয় পরিদর্শনে এসে তিনি ওই অ্যাপটির উদ্বোধন করেন।

অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য জনমতের অ্যাপ এর উদ্বোধনকালে হাইকমিশনার ডিকসন বলেন , পঞ্চাশ বছরের সুদীর্ঘ পথচলায় সাপ্তাহিক জনমত এখন ইতিহাসের অংশে পরিণত হয়েছে। যুক্তরাজ্যের সংবাদপত্রের ইতিহাসের অনেকখানি জুড়ে থাকবে জনমত।”

এসময় জনমত এর অর্ধশতক পূর্তি উৎসবে অংশীদার হিসেবে সম্পৃক্ত থাকার আগ্রহ ব্যক্ত করেন তিনি।

জনমত পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সাথে একান্ত আলোচনায় হাই কমিশনার রবার্ট ডিকসন বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসব আয়োজনে ব্রিটিশ সরকারের আগ্রহের কথা তুলে ধরেন।

তিনি বলেন,  “এই উৎসবের অংশীদার হিসেবে সাপ্তাহিক জনমতও বিশেষ ভূমিকা রাখতে পারে।”

আলোচনাকালে সাপ্তাহিক জনমত এর বছরব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের বিভিন্ন দিক উপস্থাপন করেন প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা।

তিনি জনমত এর উৎসবে পার্টনার হিসেবে ব্রিটিশ সরকারের অংশগ্রহণ প্রত্যাশা করেন। জনমত এর প্রধান নির্বাহী জুনেদ চৌধুরী জনমত এর ডিজিটাল যাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন এবং জনমত এর সুবর্ণজয়ন্তী উৎসবের বাংলাদেশ পর্বে বাংলাদেশস্থ ব্রিটিশ হাই কমিশনের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।

জবাবে হাই কমিশনার বলেন, “জনমত উৎসবের গর্বিত অংশীদার হতে ব্রিটিশ হাই কমিশনের আগ্রহের কমতি থাকবে না।”

গত প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে পূর্ব লন্ডনের যে ঠিকানা থেকে জনমত প্রকাশিত হয়ে আসছে, সেই কার্যালয় পরিদর্শনে আসা ব্রিটিশ হাই কমিশনারকে  স্বাগত জানান জনমত পত্রিকার প্রধান সম্পাদক, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, জনমত ডটকম এর সম্পাদক মাহবুবুর রহমান ও জনমত গ্রুপ এর সিইও জুনায়েদ চৌধুরী।

এসময় তার হাতে ফুলের তোড়া উপহার দেন জনমত এর ম্যানেজিং ডিরেক্টর আমিরুল ইসলাম চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ চৌধুরী, নির্বাহী সম্পাদক সায়েম চৌধুরীসহ জনমত পরিবার।

হাইকমিশনার ডিকসনের সাথে উপস্থিত ছিলেন ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের সাউথ এশিয়া অ্যান্ড আফগানিস্তান ডিরেক্টরেট এর বাংলাদেশ ডেস্ক অফিসার ড্যানিয়াল পাশা।

অতিথিকে সাপ্তাহিক জনমত এর প্রথম সংখ্যার প্রচ্ছদের একটি স্মারক প্রদান করা হয়।

হাই কমিশনার রবার্ট ডিকসনের সাথে আলোচনাকালে জনমত এর চ্যারিটি পার্টনার রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এবং এর ম্যাটার্নিটি ক্লিনিক সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন আরডিএফ এর ট্রাস্টি ও জনমত এর ম্যানেজিং ডিরেক্টর আমিরুল ইসলাম চৌধুরী।

আলোচনায় আরো অংশ নেন জনমত ডটকম এর সম্পাদক মাহবুবুর রহমান ও টিভি ব্যক্তিত্ব জাকি রেজওয়ানা আনোয়ার।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ইসহাক কাজল, বিবিসি বাংলা-র সাবেক প্রযোজক সাংবাদিক কামাল আহমদ, যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাই কমিশনের সাবেক প্রেস মিনিস্টার আবু মুসা হাসান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী ও ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, বাংলাদেশ সেন্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, বাংলা মিরর সম্পাদক আব্দুল করিম গনি, সাপ্তাহিক জনমত এর কমিউনিটি নিউজ এডিটর এমরান আহমদ, স্টাফ রিপোর্টার নুজহাত নুর সাদিয়া, বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম লিটন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চিফ কপি রাইটার বিশ্বদীপ দাস, ইউকেবিডিনিউজ ডটকম এর সম্পাদক মুহাম্মদ আব্দুল কাইয়ুম, দৈনিক কালের কণ্ঠ এর ইউকে প্রতিনিধি জুয়েল রাজ, দৈনিক প্রথম আলো-র প্রতিনিধি তবারুকুল ইসলাম পারভেজ, লেখক ও সাংবাদিক রায়হান আহমেদ তপাদার, বৈশাখী টিভির ইউকে প্রতিনিধি আব্দুল হান্নান, ফটো সাংবাদিক খালিদ হোসেইন, জনমত এর ব্যবস্থ্পাক শোয়েব আহমদ রাজু, গ্রাফিক ডিজাইনার অপু রায়, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি অলি উদ্দিন শামীম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!