‘প্রবাসীবান্ধব বাজেটে’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মালয়েশিয়া প্রবাসীদের

‘প্রবাসীবান্ধব বাজেট’ প্রস্তাব করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন মালয়েশিয়ায় বসবাসরত আওয়ামী লীগপন্থী কিছু প্রবাসী।

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2019, 08:33 AM
Updated : 24 June 2019, 08:33 AM

নতুন অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ১৩ জুন জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের যে বাজেট তিনি উপস্থাপন করেছেন সেখানে এ প্রস্তাব আসে।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত রেমিটেন্সে এ ধরনের প্রণোদনা দেওয়া হবে। এ বাজেট পাশ হলে আগামী ১ জুলাই থেকে প্রবাসীরা ১০০ টাকা দেশে পাঠালে ২ টাকা প্রণোদনা পাবেন। আর এ জন্য নতুন বাজেটে ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল গ্র্যান্ড প্যাসিফিকের বলরুমে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় একথা জানান দলটির প্রবাসী নেতা-কর্মীরা।

মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুয়েটের সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম খোকন। বিশেষ অতিথি ছিলেন এ কামাল হোসেন চৌধুরী, প্রধান বক্তা রাশেদ বাদল।

দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান আমিনুল ইসলাম খোকন।

এ প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বমুহূর্তে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার যে ‘প্রবাসীবান্ধব বাজেট’ ঘোষণা করেছেন তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি। প্রবাসীদের দুর্দশা লাঘবে প্রবাসীদের কল্যাণে সরকার আরও পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় আরও বক্তৃতা দেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, নূর মোহাম্মদ ভূঁইয়া, হুমায়ুন কবির আমির, আলমগীর হুসাইন, রাহাদ উজ্জামান, শাখাওয়াত হোসেন, সোহেল বিন রানা, আব্দুল বাতেন, আলমগীর হোসেন, আওয়ামী লীগ বুকিত বিনতাং শাখার সভাপতি লাল্টু মিয়া, পিজে শাখার সাধারণ সম্পাদক ইমাম হোসেন, রাওয়াং শাখার সাধারণ সম্পাদক এস এম জাকির, কাজাং শাখার রঞ্জন ভৌমিক, বাতুকেভ শাখার আরমান হোসেন,  সুংগাইবুলুর আহ্বায়ক ওসমান, সেনতুলের আলমগীর, শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মালয়েশিয়া ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এস কে আরমান ও রোহান আহমেদ শামীম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!