মরিশাস মিশনে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

পূর্ব আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মরিশাসের বাংলাদেশ হাই কমিশনে ঈদ পুনর্মিলনী করেছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা।

মোহাম্মদ হাফিজ, মরিশাসের পোর্ট লুইস থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2019, 08:35 AM
Updated : 11 June 2019, 08:35 AM

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটির রাজধানী পোর্ট লুইসে হাই কমিশন হাউজে এ আয়োজন করা হয়।

হাই কমিশনের কনসুলার ওহিদুল ইসলামের পরিচালনায় এ অনুষ্ঠানে হাই কমিশনের কর্মকর্তা, কমিউনিটির নেতা, বিভিন্ন পেশার প্রবাসী ও তাদের পরিবারের সদস্যসহ প্রায় দেড়শ অতিথি অংশ নেন।

হাই কমিশনার রেজিনা আহম্মেদ অতিথিদের স্বাগত জানান ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি বলেন, “প্রবাসে থেকে যারা দেশকে মিস করেছেন, তারা আজকের এ পুনর্মিলনীতে এসে পরিবারের অভাববোধ থেকে কিছুটা হলে মুক্ত হতে পেরেছেন বলে আমাদের বিশ্বাস। পুনর্মিলনী উৎসবে প্রবাসীরা আনন্দ করতে পেরেছেন, আয়োজনটি উপভোগ করেছেন এটিই আমাদের জন্য সবচেয়ে সুখকর। আর প্রবাসীদের জন্য এধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীদের নিয়ে কেক কাটা ও লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া হয়।