আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2019, 02:33 PM
Updated : 7 June 2019, 02:33 PM

নিহত মোহাম্মদ নাজিম উদ্দীন (৪২) চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার দক্ষিণ নাঙ্গলমোড়া গ্রামের ছমদ আলী তালুকদারের বাড়ির মৃত মোহাম্মদ ইসহাকের দ্বিতীয় পুত্র ছিলেন। তিনি ব্যবসা করতেন।

নিহতের ভাই মোহাম্মদ জসিম বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমকে জানান, গত ৩ জুন স্থানীয় সময় ভোরে নাজিম দুবাইয়ের আবীর ফ্রূটস অ্যান্ড ভেজিটেবলস মার্কেটে কাজ শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

নিহতের শ্যালক আতিকুর রহমান বাবলু বলেন, “ইরানি বংশোদ্ভূত একটি আরব মালিকানাধীন ফল ব্যবসা প্রতিষ্ঠান আবদুল্লাহ আল হাত্তাল কোম্পানির পিক আপ দ্রুতগতিতে ঘোরানোর সময় তার নিচে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নাজিম মারা যান। গাড়িটি চালাচ্ছিলেন এক ভারতীয় চালক।”

নিহত নাজিমের দেশে  ১৬ বছরের একটি কন্যা এবং ১৪ ও ১২ বছরের দুই পুত্রসন্তান ও স্ত্রী রয়েছেন। বর্তমানে তার লাশ দুবাই এর আল হেইলের পুলিশ হাসপাতালের হিমঘরে রয়েছে।

নিহতের ভাই মোহাম্মদ জসিম জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী সোমবারের মধ্যেই তার লাশ দেশে নেওয়া হবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!