আবুধাবিতে প্রবাসীদের নিয়ে রাষ্ট্রদূতের ‘ওপেন হাউজ’  

সংযুক্ত আরব আমিরাতে ঈদ উপলক্ষে প্রবাসীদের নিয়ে ‘ওপেন হাউজ’ এর আয়োজন করেছেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2019, 07:11 AM
Updated : 7 June 2019, 07:11 AM

স্থানীয় সময় বুধবার রাতে আবুধাবিতে রাষ্ট্রদূতের বাসভবন ‘বাংলাদেশ হাউজে’ এতে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের স্ত্রী ও মহিলা সমিতি আবুধাবির সভাপতি জাকিয়া হাসানাত ইমরান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার শহীদুজ্জামান ফারুকী ও লেবার কাউন্সেলর আবদুল আলিম মিয়াসহ বাংলাদেশ দূতাবাস ও দুবাই কন্সুলেটের কর্মকর্তা, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদার, বাংলাদেশ সমিতি ইউএই এর সভাপতি মোয়াজ্জেম হোসেন, জনতা ব্যাংক ইউএই এর প্রধান নির্বাহী আমিরুল হাসান, বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক এন সি বড়ুয়া এবং প্রবাসী কমিউনিটি নেতারা।

রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান অতিথিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমাদের আগামী দিনগুলো আরো আনন্দময় হবে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!