নিউ ইয়র্কে গান শোনাবেন অলক ও পার্থ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসীদের গান শোনাবেন দুই কণ্ঠশিল্পী অলক রায় চৌধুরী ও পার্থ বন্দোপাধ্যায়।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2019, 07:33 AM
Updated : 3 June 2019, 07:33 AM

আগামী রোববার নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ায় পিএস ১১২ এর মিলনায়তনে এতে কোনো প্রবেশমূল্য লাগবে না বলে জানান আয়োজকরা। 

তারা জানান, বিশুদ্ধ উচ্চারণ এবং মৌলিকত্ব বজায় রেখে রবীন্দ্র, নজরুল, অতুল প্রসাদ আর রজনীকান্তের গানের এ আসরে অংশ নেবেন দুই বাংলার অন্যতম জনপ্রিয় এ দুই শিল্পী। সঙ্গীত পিপাসুদের জন্য এ এক অনন্য অবলম্বনে পরিণত হবে। বিশেষ করে যারা হারানো দিনের জনপ্রিয় গানগুলোকে শুদ্ধ উচ্চারণে শুনতে আগ্রহী তাদের জন্য এটি বড় একটি সুযোগ।

পশ্চিমবঙ্গের শিল্পী পার্থ বন্দোপাধ্যায় বহুবছর ধরে নিউ ইয়র্কে অবস্থান করছেন এবং অভিবাসী সমাজের অধিকার ও মর্যাদা নিয়ে কাজ করছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!