নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন প্রার্থীদের ইফতার

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটির’ নির্বাচনে নয়ন-আলী প্যানেলের প্রার্থী ও সমর্থকরা ইফতার মাহফিল করেছেন।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2019, 06:11 AM
Updated : 2 June 2019, 06:11 AM

শনিবার নিউ ইয়র্কের জ্যামাইকায় একটি পার্টি হলে এ অনুষ্ঠানে প্রবাসীরা অংশ নেন।

নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন সভাপতি প্রার্থী কাজী নয়ন।

তিনি বলেন, “আমেরিকার স্বপ্ন পূরণে ঐক্যের বিকল্প নেই। সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে কেউই ঠেকিয়ে রাখতে পারবে না। এমনকি মূলধারার সমস্ত অধিকার আদায়ের পথও সহজ হবে। সামনের বছর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে সব বাংলাদেশিকে অভিবাসীদের পরীক্ষিত বন্ধুদের বিজয় করতে একযোগে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবু নাসের, উপদেষ্টা আলী ইমাম এবং কাজী আজহারুল হক মিলন ও গত নির্বাচনে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের মেম্বার প্রার্থী তৈয়বুর রহমান হারুন।

মাহফিলে প্যানেল প্রার্থীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আব্দুর রহিম হাওলাদার, ডিউক খান, হাসান জিলানী, মনিকা চক্রবর্তী ও আহসান হাবিব।

গত ২১ অক্টোবর বাংলাদেশ সোসাইটির এ নির্বাচন হবার কথা থাকলেও নির্বাচন কমিশনের কিছু সিদ্ধান্তে ক্ষুব্ধরা আদালতের আশ্রয় নেওয়ায় নির্বাচনের ওপর স্থগিতাদেশ জারি হয়েছে। এ নির্বাচনে ভোটার হচ্ছেন সাড়ে ২৭ হাজার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!