শ্রমিক নেতা রমেশ চন্দ্রের মৃত্যুতে পিডিআই কানাডার শোক

শ্রমিক নেতা ও মুক্তিযোদ্ধা রায় রমেশ চন্দ্রের মৃত্যুতে শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে কানাডাভিত্তিক প্রবাসী সংগঠন ‘প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ’ (পিডিআই)।

অখিল সাহা, টরন্টো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2019, 09:08 AM
Updated : 24 May 2019, 09:08 AM

পিডিআই কানাডার পক্ষে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক আজিজুল মালিক ও বিদ্যুৎ রঞ্জন দে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে আদর্শবিহীন ও স্বার্থবাদী রাজনীতির বাজারে রমেশ চন্দ্রের (৬৮) মতো নির্লোভ ও ত্যাগী নেতৃত্ব প্রয়োজন, যারা দেশ ও জাতির স্বার্থকে অগ্রাধিকার দিতে জানতেন।

তিনি জাতীয় শ্রমিক লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ও ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কাস এর প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া তিনি আন্তর্জাতিক শ্রমিক অর্গানাইজেশন (আইএলও) পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

গত ১৫ মে ঢাকার লালমাটিয়ায় হৃদরোগে তার মৃত্যু হয়। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!