বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের’ প্রতিবাদ

ব্যাংকের ম্যানেজারের যোগসাজসে টাকা উত্তোলনের যে সংবাদ সিলেটের বিভিন্ন গণমাধ্যমে এসেছে তার প্রতিবাদ জানিয়েছে শিক্ষাবৃত্তি সংক্রান্ত যুক্তরাজ্যভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2019, 11:09 AM
Updated : 22 May 2019, 03:49 PM

মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানায় সংগঠনটি।

সংগঠনটির ব্যবস্থাপনা পর্ষদের পক্ষে প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মানিক মিয়ার স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৬ ও ১৭ মে সিলেটের বিশ্বনাথের কয়েকটি অনলাইন পত্রিকায় ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মেয়াদ উত্তীর্ণ কমিটিকে টাকা উত্তোলনের সুযোগ দিলেন ব্যাংক ম্যানেজার’ শিরোনামে একটি বিভ্রান্তিমূলক, মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ দেখে আমরা বিস্মিত। সংবাদটি উদ্দ্যেশ্যমূলক এবং স্বার্থান্বেষী মহল দ্বারা প্রভাবিত।’

‘শুধু তাই নয় উক্ত সংবাদে বিশ্বনাথ উপজেলা সদরের কৃষি ব্যাংকের সম্মানিত ম্যানেজারের বিরুদ্বে চরম মানহানিকর বক্তব্য প্রদানের পাশাপাশি ট্রাস্টের ইমেজ ক্ষুন্ন করে বেনিফিশিয়ারি মেধাবী ছাত্রছাত্রীদেরকে অপমান করা হয়েছে। স্বাভাবিকভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা রাখা একজন ব্যাংক ম্যানেজার দায়িত্ব ও কর্তব্য যা তিনি পালন করেছেন মাত্র।’

বিজ্ঞতিতে আরও বলা হয়, ‘প্রকাশিত সংবাদের মাধ্যমে ২৫ বছরের ঐতিহ্যবাহী ট্রাস্টের ইমেজ ক্ষুন্ন করা হয়েছে। এছাড়া একজন সরকারি কর্মকর্তার বিরুদ্বে অপপ্রচার করে তার দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হয়েছে।’

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!