কানাডায় বাংলাদেশি শিক্ষার্থী বুশরার কৃতিত্ব

কানাডার ‘হান্টলি শেলার মেমোরিয়াল বৃত্তি’ পেয়েছেন বাংলাদেশের শিক্ষার্থী ফাবিহা বুশরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2019, 04:50 PM
Updated : 17 May 2019, 01:56 PM

অর্থনীতিতে গবেষণা প্রতিবেদনের জন্য ২০১৮-১৯ বর্ষে এই বৃত্তির জন্য নির্বাচিত হন কানাডার কার্লটন ইউনিভার্সিটির এই শিক্ষার্থী।

বুশরার কৃতিত্বের খবর কার্লটন ইউনিভার্সিটির ওয়েবসাইটেও এসেছে।

ফাবিহা বুশরা কানাডার ওই বিশ্ববিদ্যালয়টি থেকে অর্থনীতিতে এম.এ ডিগ্রি নিয়ে এখন পিএইচডি গবেষণা করছেন।

সন্ত্রাসবাদ কীভাবে বিশ্বে লৈঙ্গিক সমতা প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই বিষয়ে প্রতিবেদনের জন্য বৃত্তি পেলেন তিনি।

এবার মাত্র এজনই জন হান্টলি শেলার মেমোরিয়াল বৃত্তি পেয়েছেন, তিনি হলেন বাংলাদেশের বুশরা।

অর্থনীতি বিভাগের প্রধানের সুপারিশে গ্র্যাজুয়েট এবং পোস্ট ডক্টরাল বিষয়ক ডিন প্রতিবছর মেধাবী গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের এই পুরস্কার দিয়ে থাকে।

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনাতি গ্রাম থেকে আসা ফাবিহা বুশরা এ বছরই অর্থনীতিতে এমএ ডিগ্রি নেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!