প্রয়াত দুই সাংবাদিককে স্মরণ করে নিউ ইয়র্কে সভা

সদস্য প্রয়াত সাংবাদিক, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মাহফুজ উল্লাহ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর সাবেক সভাপতি আনোয়ারুল হকের স্মরণে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব এক শোক সভা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2019, 05:24 PM
Updated : 2 May 2019, 05:24 PM

নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে স্তানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এই শোক সভায় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও ডিআরইউ-এর সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম সভাপতিত্ব করেন।

শুরুতে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন কাজী শামসুল হক।

শোক সভায় স্মৃতিচারণ করেন- সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মঞ্জুর আহমদ, মঈনুদ্দীন নাসের, মাহবুবুর রহমান, আবু তাহের, লুৎফর রহমান বিনু, রতন তালুকদার, মুশফিকুল ফজল আনসারী, মনির হায়দার, মুজাহিদ আনসারী, আকবর হায়দার কিরণ, শওকত ওসমান রচি, হাসানুজ্জামান সাকী, মীর মশিউর রহমান, অধ্যাপক হুসনে আরা বেগম ও জাকির হোসেন বাচ্চু।

সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাহফুজুর রহমান, শেখ সিরাজুল ইসলাম, এবিএম সালাহউদ্দিন আহমেদ, আলমগীর সরকার, মমিনুল ইসলাম মজুমদার, সৈয়দ ইলিয়াস খসরু, নিহার সিদ্দিকী, মঞ্জুরুল হক, শামসুল আলম, মাহাথির ফারুকী, স্বপন হাই, শাহ জে চৌধুরী,  তোফাজ্জল লিটন এবং মোহাম্মদ ফজলে আলী কচি উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!